আজকের পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ শেয়ার করব “নিয়মানুবর্তিতা“। এই অনুচ্ছেদটি আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। আমরা এই অনুচ্ছেদটি যত সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি – তোমাদের পড়তে সুবিধা হবে। চলো শুরু করা যাক।
নিয়মানুবর্তিতা
জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ম ও শৃঙ্খলা মেনে চলার অভ্যাসের নাম নিয়মানুবর্তিতা। নিয়ম বা শৃঙ্খলাই পৃথিবীতে টিকে থাকার মূল নিয়ামক। এ নিখিল মহাবিশ্বের দিকে তাকালে দেখা যায় চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুই কঠোর শৃঙ্খলায় আবদ্ধ। মানবজীবনও নিয়মানুবর্তিতার সুতোয় গাঁথা। ব্যক্তিজীবনের সুষ্ঠু বিকাশে প্রয়োজন নিয়মানুবর্তিতার নিয়মিত অনুশীলন। মানুষের প্রকৃত পরিচয় তার কাজে। আর মানুষের কাজের সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় যদি তাতে সঠিক সমন্বয় থাকে। ব্যক্তিজীবনকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনার সাথে রয়েছে নিয়মানুবর্তিতার যোগ। নিয়ম ও শৃঙ্খলার বাঁধনে বাঁধা জীবন অনেক বেশি স্বচ্ছন্দ ও সুন্দর হয়। নিয়ম মেনে চলা মানুষ সময়ের কাজ সময়েই শেষ করে। সময় সম্পর্কে সচেতন হওয়ার কারণে সে অন্যদের চেয়ে একধাপ এগিয়ে থাকে। ছাত্রজীবনে যারা নিয়ম-শৃঙ্খলার অনুগামী হয় তারা সহজেই সাফল্যের অধিকারী হতে পারে। সামাজিক জীবনে আমরা যেখানেই নিয়ম-শৃঙ্খলার অভ্যাস করব সেখানেই উন্নতি নিশ্চিত হবে। অন্যদিকে, নিয়মবহির্ভূত জীবন ছন্নছাড়া, অগোছালো। এ ধরনের জীবনযাপন করে মহৎ কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব নয় । জীবনকে সার্থক করাও সম্ভব নয়। শৃঙ্খলাপরায়ণ মানুষেরা সবার আস্থা ও শ্রদ্ধার পাত্র হন। অন্যদিকে নিয়মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিদের ওপর কেউ আস্থা রাখতে পারে না। ব্যক্তিজীবনে সময় ও প্রতিভার সর্বোত্তম ব্যবহার এবং মনুষ্যত্বের বিকাশে নিয়ম-শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়া চাই। ভালো ও সৃজনশীল কাজে মনোনিবেশ এবং অন্যায় ও ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকাও নিয়মানুবর্তিতারই অংশ। তাই ব্যক্তি ও জাতীয় জীবনে সাফল্যের জন্যে নিয়মানুবর্তিতার অনুসারী হতে হবে ।
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে অনুচ্ছেদ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই অনুচ্ছেদ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।