বিদ্বানের দোয়াতের কালি শহিদের রক্তের চেয়েও পবিত্র
বিদ্বানের দোয়াতের কালি শহিদের রক্তের চেয়েও পবিত্র

ভাবসম্প্রসারণঃ বিদ্বানের দোয়াতের কালি শহিদের রক্তের চেয়েও পবিত্র

আজকের পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ শেয়ার করব “ বিদ্বানের দোয়াতের কালি শহিদের রক্তের চেয়েও পবিত্র“। এই ভাবসম্প্রসারণটি আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। আমরা এইভাবসম্প্রসারণটি যত সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি – তোমাদের পড়তে সুবিধা হবে। চলো শুরু করা যাক।

বিদ্বানের দোয়াতের কালি শহিদের রক্তের চেয়েও পবিত্র

মূলভাব: শহিদের রক্ত পবিত্রতার প্রতীকরূপে বিবেচিত হয়। কারণ শহিদ ন্যায়-প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী বীর।

সম্প্রসারিত ভাব : বিদ্বানের দোয়াতের কালি শহিদের রক্তের চেয়েও পবিত্র। কারণ, মানুষের ইহলৌকিক, পারলৌকিক যাবতীয় কল্যাণের মূলে রয়েছে বিদ্যা বা জ্ঞান। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়-প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা আত্মদান করেন তাঁরা হলেন শহিদ। ইসলামের দৃষ্টিতে, ইসলামের সত্য ও ন্যায়ের বাণী প্রচারের ক্ষেত্রে সশস্ত্র বাধা মোকাবিলা করতে গিয়ে যারা অকাতরে প্রাণদান করেন তাঁরা শহিদ । জাতীয় স্বার্থে প্রাণদানকারীও শহিদের মর্যাদা পেয়ে থাকেন। পৃথিবীর সব ধর্মে, সব সমাজে, সব কালে শহিদদের মর্যাদা বিশেষভাবে স্বীকৃত। ইসলাম ধর্মে শহিদদের সুমহান মর্যাদার কথা বর্ণিত হয়েছে। এখানে বলা হয়েছে যে, শহিদরা বিনা বিচারে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ইসলামের সর্বশ্রেষ্ঠ নবিই আবার ঘোষণা করেছেন, ‘বিদ্বানের দোয়াতের কালি শহিদের রক্তের চেয়েও পবিত্র।’ কারণ বিদ্যার গুণেই একজন মানুষ শহিদী মৃত্যুর তাৎপর্য ও মাহাত্ম্য উপলব্ধি করতে পারে। ফলে মানুষ মৃত্যুর ভয়কে তুচ্ছজ্ঞান করে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ হয়। চাবার মানুষের ইহলৌকিক ও পরলৌকিক যাবতীয় কল্যাণের মূলে রয়েছে জ্ঞান। কারণ বিদ্যার দ্বারাই মানুষ ন্যায়- অন্যায়, উচিত-অনুচিত, ভালো-মন্দ, কল্যাণ-অকল্যাণ, সত্য-অসত্য ইত্যাদির পার্থক্য করতে পারে। স্রষ্টার সৃষ্টির রহস্য, তাঁর রহমত, বরকত, নিয়ামতরাজি প্রভৃতি উপলব্ধি করার জন্যেও জ্ঞান তথা বিদ্যা অপরিহার্য। আবার, মানুষকে আল্লাহর নির্দেশিত সত্য-ন্যায় ও সৎ পথে আনার জন্যে এবং নিজেকে সে পথে পরিচালিত করার জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন বিদ্যার। এছাড়া নব নব আবিষ্কারের দ্বারা মানুষ ও সভ্যতার উন্নতিসাধনের জন্যেও বিদ্যা অর্জন করা অপরিহার্য। আর বিদ্যার্জনের অন্যতম শ্রেষ্ঠ উপকরণ হচ্ছে বিদ্বান ব্যক্তির কলমের কালি । বিদ্যার্জনে তথা মানবতার সামগ্রিক কল্যাণসাধনে এ কালির অসাধারণ ভূমিকার কথা স্বীকার করেই রাসূল (স) একে মহামর্যাদাবান শহিদদের রক্তের চেয়ে পবিত্র বলে আখ্যা দিয়েছেন। বিদ্বানের কলমের কালিকে শহিদের রক্তের চেয়েও পবিত্র বলে মূলত বিদ্যার্জনের প্রতিই গুরুত্বারোপ করা হয়েছে।

See also  ভাবসম্প্রসারণঃএকতাই বল

মন্তব্য : আমাদের একদিকে যেমন বিদ্যার্জনে ব্রতী হতে হবে, অন্যদিকে তেমনি নিজের অর্জিত বিদ্যাকে নিজের ও বিশ্ববাসীর কল্যাণে ব্যয় করার চেষ্টা করতে হবে।

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *