আজকের পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ শেয়ার করব “ সঙ্গদোষে লোহা ভাসে “। এই ভাবসম্প্রসারণটি আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। আমরা এইভাবসম্প্রসারণটি যত সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি – তোমাদের পড়তে সুবিধা হবে। চলো শুরু করা যাক।
সঙ্গদোষে লোহা ভাসে
মূলভাব: মানুষকে জীবনের নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আসতে হয়। তার মধ্য থেকে উত্তম সঙ্গী বেছে নেওয়া অত্যন্ত আবশ্যক। কেননা উত্তম সঙ্গ যেমন জীবনকে মধুময় করতে পারে, তেমনি অসৎ সঙ্গে সর্বনাশ হতে পারে।
সম্প্রসারিত ভাব : জগতের প্রত্যেকেই স্বাধীন সত্তার অধিকারী। চিন্তা-চেতনা ও কর্মে প্রত্যেক মানুষ আলাদা। মানুষ নিজেই তার বিবেককে নিয়ন্ত্রণ করে। কিন্তু তবুও সঙ্গের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। কেননা মানুষ তার চারপাশের পরিবেশ এবং সঙ্গ দ্বারা প্রভাবিত হয়। এ ক্ষেত্রে তাই উপযুক্ত সঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে ব্যক্তি উন্নত ও সৎ চরিত্রের অধিকারী হতে চায় তাকে অবশ্যই সৎ ও উন্নত মানসিকতার ব্যক্তির সঙ্গে মিশতে হবে। যে সব বস্তু সুন্দর ও রমণীয় সেসব বস্তুর সংস্পর্শে যেসব বস্তু থাকে সেগুলোও সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। সৎ স্বভাবের লোকদের সঙ্গে মেলামেশায় খারাপ মানসিকতার অধিকারী ব্যক্তিও তেমনি উন্নত মানসিকতার অধিকারী হতে পারে। অন্যদিকে অসাধু ব্যক্তির সাথে মেলামেশার ফলে সৎ ব্যক্তিও অসৎকর্মে লিপ্ত হতে পারে।
মন্তব্য : প্রকৃতপক্ষে সঙ্গ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। সে জন্য সৎ ও যোগ্য সঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গের কারণে মানুষের চরিত্রে নানামুখী পরিবর্তন সাধিত হয় । তাই উত্তম সঙ্গ লাভের বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।