আজকের পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ শেয়ার করব “করিতে পারি না কাজ সদা ভয়, সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে,পাছে লোকে কিছু বলে “। এই ভাবসম্প্রসারণটি আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। আমরা এইভাবসম্প্রসারণটি যত সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি – তোমাদের পড়তে সুবিধা হবে। চলো শুরু করা যাক।
করিতে পারি না কাজ সদা ভয়, সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে,পাছে লোকে কিছু বলে
মূলভাব: মানুষের সমালোচনা দুর্বলচিত্ত ব্যক্তিদের ইতিবাচক কাজ থেকে বিমুখ করে রাখে। কিন্তু মনের এ জড়তা দূর করতে না-পারলে সাফল্য অর্জন করা সম্ভব হয় না ।
সম্প্রসারিত ভাব : মানবজীবন কর্মমুখর। কাজের মাধ্যমেই মানুষের জীবনে সফলতা আসে। কাজ করতে গেলে ভুল হতেই পারে। কিন্তু সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় । কিন্তু সবাই কর্মঠ হয় না । এমন কিছু মানুষ আছে, যারা সবসময় অন্যের সমালোচনায় মুখর থাকে, অন্যের কাজের খুঁত ধরে। কাজ করতে গেলে কেউ কেউ এদের কথা ভেবে দ্বিধাগ্রস্ত হয়। কে কী বলবে, কে কী সমালোচনা করবে এ সব ভেবে তারা বসে থাকে। ফলে কাজ এগোয় না । তাই যারা সমাজে অবদান রাখতে চায় তাদের দ্বিধাগ্রস্ত হলে চলবে না। জীবনে সফল হতে হলে মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচককে উপেক্ষা করে কাজে অগ্রসর হতে হবে।
মন্তব্য : দেশ ও মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি ও সংকোচকে পাশ কাটিয়ে লক্ষ্যে পৌছাতে হবে । মহৎ কাজের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হলে চলবে না । মানুষের সমালোচনার ভয়কে উপেক্ষা করে আপন লক্ষ্যে স্থির থাকতে হবে।
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।