আজকের পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ শেয়ার করব “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে“। এই ভাবসম্প্রসারণটি আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। আমরা এইভাবসম্প্রসারণটি যত সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি – তোমাদের পড়তে সুবিধা হবে। চলো শুরু করা যাক।
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে
মূলভাব: দেশ ও জাতির ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের পথিকৃৎ আজকের শিশু। প্রতিটি শিশুর অন্তরেই অনন্ত সম্ভাবনায় অন্তর্নিহিত রয়েছে জাতীয় নেতৃত্ব । তাই শিশুর যথোপযুক্ত বিকাশের ওপর নির্ভর করে জাতির ভবিষ্যৎ।
সম্প্রসারিত ভাব : শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু একদিন বড় হয়ে জাতীয় জীবনের বৃহত্তর দায়িত্ব পালন করবে। আজকের শিশুই আগামী দিনে জাতির ভার বহন করবে। প্রতিটি শিশুর ভেতরেই সেই স্পৃহা জাগিয়ে তোলার জন্যে সকলকে গুরুত্বের সাথে সচেতন হতে হবে। শিশু যদি অনুকূল আবহাওয়া ও পরিবেশ পায়, তবে সে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। শিশু আদর্শ নাগরিক হয়ে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দেবে, বিশ্বের দরবারে দেশ ও জাতির মর্যাদা বৃদ্ধি করবে। ইংরেজ কবি ওয়ার্ডস ওয়ার্থ যথার্থই বলেছেন- “শিশুরাই জাতির পিতা।’ কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা ও সুযোগের অভাবে অনেক শিশুর ভবিষ্যৎই অংকুরে বিনষ্ট হয়ে যাচ্ছে, যা জাতির অগ্রগতির জন্যে মারাত্মক হুমকিস্বরূপ। আমরা যদি বিশ্বসভায় নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে চাই, তবে আজকের শিশুকে আগামী দিনের জাতির কাণ্ডারি হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। প্রত্যেক শিশুর অন্তরের পিতাকে যথার্থভাবে জাগিয়ে তুলতে হবে। শিশুরা জাতির ভবিষ্যৎ-পিতা।
মন্তব্য : বর্তমান শিশুর খুবই গুরুত্বপূর্ণ এবং সে গুরুত্বের কথা চিন্তা করে শিশুদের যথাযোগ্য পরিচর্যা করতে হবে।
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।