আজকের পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ শেয়ার করব “ শিক্ষাই জাতির মেরুদণ্ড“। এই ভাবসম্প্রসারণটি আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। আমরা এইভাবসম্প্রসারণটি যত সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি – তোমাদের পড়তে সুবিধা হবে। চলো শুরু করা যাক।
শিক্ষাই জাতির মেরুদণ্ড
মূলভাব: শিক্ষার আলোয় পথ চলে জাতি এগিয়ে চলে উন্নতি ও অগ্রগতির পথে। শিক্ষা থেকে বঞ্চিত জাতি পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে থাকে।
সম্প্রসারিত ভাব : মেরুদণ্ড ছাড়া মানুষ সচল ও দণ্ডায়মান থাকতে পারে না। সে হয়ে পড়ে স্থবির, নিশ্চল ও পঙ্গু। তেমনি একটি জাতিকে অগ্রসরমান হতে হলে প্রয়োজন শিক্ষার । শিক্ষা জাতির এগিয়ে চলার আলোকবর্তিকা শুধু নয়, তা জাতিকে গড়ে দেয় ভবিষ্যতের মূলভিত্তি করার মেরুদণ্ড। শিক্ষা মানুষের মনুষ্যত্বের উন্মেষ ঘটায়। তার সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে। শিক্ষার আলোয় আলোকিত হয় গোটা জাতি। সেই আলোক ছটায় দূর হয়ে যায় সমস্ত কুসংস্কার, অজ্ঞানতা, গোঁড়ামি। আর’ জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য চর্চার মাধ্যমে জাতি মাথা তুলে দাঁড়ায় বিশ্বের দরবারে, এগিয়ে চলে অগ্রগতির পথে। শিক্ষার মাধ্যমেই কেবল একটি জাতি পরিণত হয় সচল ও প্রাণবন্ত জাতিতে। পক্ষান্তরে, শিক্ষাহীনতা মানুষকে কুসংস্কার ও অন্ধকার যুগে ঠেলে দেয়। শিক্ষাহীন মানুষ ব্যক্তিগত জীবনে যেমন উন্নতি করতে পারে না, তেমনই জাতীয় জীবনেও তাদের কোনো ভূমিকা নেই। শিক্ষার অভাবে জাতির অগ্রযাত্রা থেমে যায়। জাতীয় উন্নতিতে শিক্ষার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মন্তব্য : শিক্ষাকে জাতির মেরুদণ্ডের সাথে তুলনা করা যায়। মেরুদণ্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনই শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না।
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।