আজকের পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ শেয়ার করব “ আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য“। এই ভাবসম্প্রসারণটি আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। আমরা এইভাবসম্প্রসারণটি যত সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি – তোমাদের পড়তে সুবিধা হবে। চলো শুরু করা যাক।
আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
মূলভাব: শিক্ষা মানুষকে জাগিয়ে তোলে ভেতর থেকে। আত্ম-পরিশুদ্ধির মাধ্যমে মানুষকে আত্মশক্তিতে বলীয়ান করে তোলাই শিক্ষার মূল অভীষ্ট।
সম্প্রসারিত ভাব : শিক্ষার আসল কাজ মানুষের মাঝে মূল্যবোধ সৃষ্টি। কর্ম কিংবা উপার্জন শিক্ষার উদ্দেশ্য নয়, পথ মাত্র। শিক্ষা মানুষকে নিজেকে চিনতে শেখায়। যে শিক্ষা মানুষকে শুধু বেঁচে থাকার পথ্য দেয়, তা কখনো শিক্ষা হতে পারে না। প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে জাগিয়ে তোলে মনুষ্যত্ব। মানুষের মাঝে সৃষ্টি করে চিন্তা, বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতার অনুভূতি। ব্যক্তিকে আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে। একজন শিক্ষিত মানুষ অন্যের থেকে পৃথক হয়ে পড়ে তার মার্জিত রুচিবোধ, আচারনিষ্ঠা, কর্তব্যপরায়ণতা দ্বারা। শিক্ষার মাধ্যমেই মানুষের এসব মানবিক গুণাবলি অর্জিত হয়। শিক্ষার দ্বারা জাগ্রত হয় যে আত্মশক্তি, তার দ্বারাই মানুষ ন্যায় ও অন্যায়ের মধ্যকার পার্থক্য বুঝতে পারে । নিজের, সমাজের এবং দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির প্রলোভন তাকে গ্রাস করতে পারে না। আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তিই পারে দেশ ও জাতিকে সঠিক পথে চালিত করতে। আর এ আত্মশক্তি অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য।
মন্তব্য : শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মার উন্নতি ও আত্মশক্তি অর্জন । শিক্ষাকে এ পথে পরিচালিত করলেই জাতীয় উন্নয়ন সম্ভব হবে।
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।