ভাবসম্প্রসারণঃ মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই

আজকের পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ শেয়ার করব “ মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই“। এই ভাবসম্প্রসারণটি আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। আমরা এইভাবসম্প্রসারণটি যত সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি – তোমাদের পড়তে সুবিধা হবে। চলো শুরু করা যাক।

মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই

মূলভাব: পৃথিবীতে কোনো কিছু এককভাবে উপভোগ করলে সে জিনিসের যথার্থ মূল্য বোঝা যায় না। মানুষের হৃদয় যেকোনো উপাসনালয় থেকেও বড় উপাসনালয়। এ উপাসনালয় খোঁজার জন্যে মানুষকে কষ্ট করে দূরে যেতে হয় না।

সম্প্রসারিত ভাব : হৃদয়ের মন্দিরে মানুষ গোপনে নিজের সকল চাওয়া-পাওয়ার হিসেব মেলাতে পারে। হৃদয় উপাসনালয় তাই অবিনাশী, শ্রেষ্ঠ ও পবিত্র স্থান। প্রতিটি ধর্মের মানুষের কাছে পবিত্র স্থান তাদের নিজ নিজ উপাসনালয়। মানুষকে তার মনের সন্তুষ্টির জন্যে বিভিন্ন উপাসনালয়ে যেতে হয়। এতে মানুষ বাহ্যিকভাবে আত্মতৃপ্তি লাভ করে। মানুষের ধারণা, উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করলে মহান সৃষ্টিকর্তার অপার মহিমা লাভ করা যায় । কিন্তু মানুষের জন্য সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে মানবহৃদয় । হৃদয়ে রয়েছে সেই মণিকোঠা, যেখান থেকে উৎসারিত হয় আবেগ, অনুভূতি ও মনুষ্যত্ব। এই হৃদয় বাহ্যিকভাবে দেখা যায় না। কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার অসীম। এ হৃদয়ই মানুষকে সীমা থেকে অসীমের মধ্যে যোগসূত্র স্থাপন করতে জ্ঞানী 3 সাহায্য করে। এ হৃদয়েই রয়েছে প্রেম, প্রীতি, ভালোবাসা, মমত্ব ও কল্যাণবোধের অবস্থান। মহান, কল্যাণকামী ব্যক্তিবর্গ তাই মানবহৃদয়কে সর্বোচ্চ স্থান দিয়েছেন। মানবহৃদয় যাতে কলুষিত না হয় সেই জন্যে নানা উপদেশ দিয়েছেন। ধর্মীয় উপাসনসালয় স্রষ্টার সাধনার স্থান, আর হৃদয় এর চাইতেও বড় পবিত্র স্থান। নিজেকে উপলব্ধি করতে ও পবিত্র রাখতে হৃদয়ের ভূমিকাই প্রধান।

মন্তব্য : হৃদয় দ্বারাই মানুষ নিজেকে সৎ ও মহৎ পথে পরিচালিত করতে পারে। হৃদয়মন্দির সঠিক দিকনির্দেশনা না দিলে কেবল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করে নিজেকে কলুষমুক্ত রাখা যায় না । হৃদয় তাই শ্রেষ্ঠ পবিত্র স্থান ।

See also  অনুচ্ছেদঃ বিজয় দিবস

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *